ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে বিমান থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস বোমা ব্যবহারের অভিযোগ

প্রকাশিত : ১১:১১, ৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:১১, ৭ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর বিরুদ্ধে বিমান থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। সুকারি এলাকায় এর প্রভাবে ১ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় শতাধিক মানুষ। একজন উদ্ধার কর্মী জানান, মঙ্গলবার শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে সরকারী হেলিকপ্টার থেকে গ্যাসভর্তি দুই ব্যারেল বোমা ফেলা হয়। বিষাক্ত গ্যাসের ফলে শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে। যার মধ্যে অনেক শিশুও রয়েছে। এরই মধ্যে আক্রান্তদের ভিড্ধিসঢ়;ও ফেইসবুকে পোস্ট করেছেন এক উদ্ধার কর্মী। তবে রাসায়নিক হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আসাদ সরকার। এর আগেও একাধিকবার সরকারের বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ উঠে। গেল মাসে জাতিসংঘের তদন্তে অন্তত দুটি ঘটনার সত্যতা উঠে এসেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি