ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

সিরিয়ায় হামলা: একদিনেই বিজয়, দাবি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্রদের হামলায় অধিকাংশ রাসায়নিক অস্ত্রাগার গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাদের হামলার একদিনেই বিজয় এসেছে বলে দাবি করেন তিনি।

এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি জানিয়েছেন, সিরিয়ার নাগরিকদের উপর ফের কোনো ধরণের রাসায়নিক হামলা হলে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বিমান হামলা চালাবে।

সিরিয়ায় হামলার একদিন পরই ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, সিরিয়া অভিযান সমাপ্ত হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ায় হামলা চালায়। ২০০৩ সালে একই কায়দায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে হামলা চালিয়েছিলেন। দেশটির হাতে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে, এমন অভিযোগে ইরাকে হামলা চালালেও আদতে দেশটির হাতে কোনো ধরণের অস্ত্র পায়নি যুক্তরাষ্ট্র।

এদিকে রাশিয়া নিরাপত্তা কাউন্সিলে এ হামলার বিরুদ্ধে প্রস্তাবণা আনলেও তা আলোর মুখ দেখেনি। ওই বৈঠকেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান, সিরিয়া যদি বিষাক্ত গ্যাস প্রয়োগ বন্ধ না করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ফের দেশটিতে আক্রমণ চালাবে।

সূত্র: এনডিটিভি
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি