ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সিলেটে সুর্যদীঘল বাড়ির অস্ত্র মামলায় ২ আসামীর ৩০ বছর করে কারাদন্ড

প্রকাশিত : ১৯:৪৮, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪৮, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সিলেটে আলোচিত সুর্যদীঘল বাড়ির অস্ত্র মামলায়, জেএমবির সাবেক আমির শায়খ আব্দুর রহমানসহ গ্রেফতার ১২ জনের মধ্যে অন্যতম দুই আসামীর ৩০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ রায় দেন। রায়ে মামলার আসামি জেএমবি সদস্য ময়েজুল ইসলাম হৃদয় ও আব্দুল আজিজ হানিফকে ৩০ বছর করে কারাদন্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০০৬ সালে সিলেটের সুর্যদীঘল বাড়ি থেকে শায়খ আব্দুর রহমানসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়। সেসময় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি