ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সীমান্ত ব্যাংকে রিচার্জ ও পেমেন্ট সেবা দেবে এসএসএল ওয়্যারলেস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫১, ৩০ সেপ্টেম্বর ২০১৭

সীমান্ত ব্যাংকে মোবাইল রিচার্জ এবং মার্চেন্ট পেমেন্ট সেবা দিবে এসএসএল ওয়্যারলেস। দুই প্রতিষ্ঠানের মধ্যে এ ব্যাপারে একটি সেবা চুক্তি সই হয়েছে। এর আওতায় ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য এডিসি চ্যানেলের মাধ্যমে সীমান্ত ব্যাংকের গ্রাহকরা মোবাইল রিচার্জ করতে পারবেন এবং মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন।

রাজধানীর সীমান্ত ব্যাংকের প্রধান অফিসে সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসএসএল ওয়্যারলেস এর চিফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী এবং সীমান্ত ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমানের মধ্যে এই চুক্তিটি সই হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সীমান্ত ব্যাংকের চিফ অপারেটিং অফিসার রফিকুল ইসলাম, এসএসএল ওয়্যারলেসের বিএফএসআই বিভাগের প্রধান সউদ বিন জাহান, এসএসএল কমার্জ ই-কমার্স সার্ভিসেসের প্রধান এম নাওয়াত আসেকিনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি