ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সু চির আরও এক পুরস্কার প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ১৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:০৭, ১৯ ডিসেম্বর ২০১৮

একের পর এক আন্তর্জাতিক পুরস্কার হারাচ্ছেন মিয়ানামারের নেত্রী অং সান ‍সুচি। এবার দক্ষিণ কোরিয়ার মানবাধিকার সংগঠন গাওয়াংঝু হিউম্যান রাইটস-এর পুরস্কার হরালেন তিনি। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ পুরস্কার প্রত্যাহার করা হয়েছে।

 সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের ব্যাপারে তার উদাসীনতার কারণে এটি তুলে নিচ্ছে গাওয়াংঝু হিউম্যান রাইটস।

২০০৪ সালে সু চিকে এ পুরস্কার দিয়েছিল সংস্থাটি। সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকায় সু চিকে এ পুরস্কার দেওয়া হয়েছিল।

প্রতিষ্ঠানটির মুখপাত্র চো জিন-তায়ে বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার ব্যাপারে তার উদাসীনতা এ পুরস্কারের মূল্যবোধ পরিপন্থী। তাই আমরা এই পুরস্কার প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের এলি উইজেল অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের ফ্রিডম অব অক্সফোর্ড, ফ্রিডম অব গ্লাসগো অ্যাওয়ার্ড, ইউনিসন অ্যাওয়ার্ড, এডিনবার্গ অ্যাওয়ার্ডসহ আরো বেশ কয়েকটি পুরস্কার হারিয়েছেন সু চি।

তথ্যসূত্র: এএফপি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি