ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জে জমির বিরোধে কলেজশিক্ষক খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। জেলার জ্যেষ্ঠ এসএসপি তাপস রঞ্জন ঘোষ জানান, শুক্রবার দুপুরে উপজেলার সেলবরশ ইউনিয়নের কাশিয়ানি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত আবু তুহিন জুয়েল (৪০) ওই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

এসএসপি তাপস বলেন, জুয়েলের সঙ্গে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে কথাকাকাকাটির একপর্যায়ে রাজ্জাকের পক্ষের লোকজন তুহিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ। আহত তুহিনকে তার স্বজনরা ধরমপাশা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ খুনি ধরতে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি