ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধসহ আহত ৩৫, আটক ৫

প্রকাশিত : ১৮:২৭, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২৭, ১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগরে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামে শাহিদ আলী ও আলী আকবরের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় তিন ঘণ্টা স্থায়ী সংঘর্ষে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে উভয় পক্ষের ১২ জন গুলিবিদ্ধসহ ৩৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহত অন্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি