ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:০৯, ১৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আবারও অভিযোগ উঠেছে।

পাকিস্তান সুপার লিগে লাহোর ও কোয়েটার ম্যাচ শেষে পিসিবি কর্তৃপক্ষ সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে, আইসিসির নিয়ম অনুযায়ী আরেকবার অভিযোগ না উঠা পর্যন্ত টুর্নামেন্টে বল করতে পারবেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড বোলিং অ্যাকশনের সতর্কবার্তাটি জানালে পদক্ষেপ নিবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এরআগে, ২০১৪ সালে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে তাকে দুইবার সতর্ক করার সঙ্গে দুই ম্যাচ ও ফাইনালে নিষিদ্ধ করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি