ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবনে আবারও অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে

প্রকাশিত : ১৫:১৯, ২৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:১৯, ২৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় আবারও আগুন লেগেছে। পুড়ে গেছে ৫ একরেরও বেশী বনভূমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন জানান, বুধবার সন্ধ্যার দিকে ধানসাগর স্টেশনের বনকর্মীরা স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় ধোঁয়ার কুন্ডলী দেখতে পায়। তবে এই আগুন কখন কিভাবে লেগেছে তা সঠিক জানা যায়নি। আগুন নতুন করে ছড়িয়ে না যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি