ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয় জানান প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশিত : ১৯:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে কারচুপি হবেনা বলে মনে করেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। কোনো শক্তির কাছে মাথা নত না করে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয় জানান তিনি। এদিকে দলনিরপেক্ষ থেকে সাহসিকতার সাথে কাজ করবেন বলে জানান  নতুন নির্বাচন কমিশনার কবিতা খানম। সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে সোমবার নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত সার্চ কমিটির ছয় সদস্যের সুপারিশে এই কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পাওয়ার পর থেকেই খানিকটা ব্যস্ত হয়ে পড়েছেন কে এম নূরুল হুদা।  এরমধ্যের নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে খোলামেলা কথা বলেন তিনি। নিরপেক্ষভাবেই দায়িত্ব পালনের প্রত্যয়ের কথা জানান নতুন সিইসি। নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহবান জানান। ভবিষ্যতে যাতে সার্চ কমিটি গঠন করতে না হয় সে জন্য নির্বাচন কমিশন আইন করার পক্ষেও মত তার। এদিকে দল নিরপেক্ষ থেকে সাহসিকতার সাথে কাজ করার কথা বলেছেন নতুন কমিশনার কবিতা খানম। দায়িত্ব পালনে রাজনৈতিক দল ও সুশিল সমাজসহ সব শ্রেণী পেশার মানুষের সহায়তা কামনা করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি