ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৫:৫০, ১৬ মে ২০১৬ | আপডেট: ১৫:৫০, ১৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একই সাথে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৭টি, কমেছে ৯৫টির, আর ৫৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ২৮৮ কোটি ৬৪ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৩ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ২৮৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৮৩টির, আর ৪০টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি