ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৫:৫৫, ৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২০২টির, আর ৩৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৫৯ কোটি ২৯ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২৫ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৫২টির, আর ১৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি