ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সেনা সমর্থনে হারারেতে মানুষের ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ১৮ নভেম্বর ২০১৭

জিম্বাবুয়ের রাজধানী হারারেতে সেনাবাহিনীর সমর্থনে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রবার্ট্ মুগাবের পদত্যাগের দাবিতে তারা সেখানে সমবেত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সেনাবাহিনীর হস্তক্ষেপের সমর্থন জানাচ্ছেন। শুধু তাই নয়, সেনাবাহিনীর সমর্থনে রাস্তায় রাস্তায় ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হয়েছে যুবক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ।

অভ্যুত্থানকে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন তারা। এদিকে ক্ষমতা ছেড়ে দিতে নিজ দল জানু পিএফ-এর পক্ষ থেকেও চাপ প্রয়োগ করা হচ্ছে রবার্ট্ মুগাবেকে। ১৯৭০ সালে জিম্বাবুয়ের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা অনেক প্রবীণ নেতাও রাস্তায় নেমে এসেছে।

আন্দোলনকারীদের একজন বিবিসিকে বলেন, জিম্বাবুয়ের নাগরিক হিসেবে আমরা সেনাবাহিনীকে বলছি, শান্তিপূর্ণভাবে ক্ষমতা দখলের জন্য আপনাদের ধন্যবাদ।  তিনি আরও বলেন, এটিই জিম্বাবুয়ের নাগরিকদের জন্য সর্বোচ্চ সময়, মুগাবেকে বিদায় বল ! আমরা তার ফিরে আসার জন্য অপেক্ষা করতে পারি না। এটি আমাদের জন্য নতুন শুরু। আমরা স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেতে যাচ্ছি।

সূত্র: বিবিসি

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি