ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

সেন্ট লুসিয়া জুকসের সঙ্গে ৬৩ রানে হারলো জ্যামাইকা তালাওয়াশ

প্রকাশিত : ১৫:৩৬, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৩৬, ৩১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জুকসের সঙ্গে ৬৩ রানে হারলো জ্যামাইকা তালাওয়াশ। কয়েকদিন বিরতির পর আমেরিকার মাটিতে হার দিয়েই শুরু করলো গেইল, সাকিবরা। সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল স্কোর দাঁড় করায় সেন্ট লুসিয়া। দলের পক্ষে অপরাজিত থেকে সর্বোচ্চ ৭৪ রান করেন আন্দ্রে ফ্লেচার। এদিন,  ৪ ওভারে ২৫ রান দিয়ে ১টি উইকেট নেন সাকিব। আর, ব্যাটহাতে শূন্য রানেই ফিরে যান এ্ধসঢ়;ই অলরাউন্ডার। বিশাল টার্গেটে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই ইনিংস শেষ হয় জ্যামাইকার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি