সেমিফাইনালে উঠেছেন অ্যাঞ্জেলিক কেরবের
প্রকাশিত : ১৯:০১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
প্রথম বারেরমত দুবাই চ্যাম্পিয়নশীপ টেনিসের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই অ্যাঞ্জেলিক কেরবের।
কোয়ার্টার ফাইনালে এনা কোনজুহকে হারান তিনি। দুবাইতে জার্মান তারকা কেরবেরের সামনে দাড়াতেই পারেননি ক্রোয়েশিয়ার এনা কোনজুহ। প্রথম সেটে ৬-৩ গেমে কোনজুহকে হারান শীর্ষ বাছাই কেরবের। এরপর দ্বিতীয় সেটে ঘুড়ে দাড়ানোর চেস্টা করেও ব্যর্থ হন কোনজুহ। কেরবেরের পাওয়ার শট ও প্লেসিং শটের সামনে কুলিয়ে উঠতে পারেননি তিনি। সেট হারেন ৬-২ গেমে। ফলে বিদায় নিতে হয় এ ক্রোয়েশিয়ানকে আর জিতে সেমি ফাইনালে জায়গা করে নেন জার্মান তারকা অ্যাঞ্জেলিক কেরবের।
আরও পড়ুন