ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ‘ট্রেনিং অব ট্রেইনারস’ শেষে প্রশিক্ষণার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

হুইসেল ব্লোয়ার, হুইসেল ব্লোয়ার পলিসি ও শুদ্ধাচার কৌশল বিষয়ে আয়োজিত ‘ট্রেনিং অব ট্রেইনারস (ToT)’ কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিয়েছে সোনালী ব্যাংক স্টাফ কলেজ।

১৮ মে (রবিবার) রাজধানীর উত্তরায় অবস্থিত সোনালী ব্যাংক স্টাফ কলেজের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও ন্যায়পাল মোহাম্মদ মাসরুরুল ইসলাম। সভাপতিত্ব করেন স্টাফ কলেজের প্রিন্সিপাল (জেনারেল ম্যানেজার) সাহিদা খানম।

অনুষ্ঠানে স্টাফ কলেজের নির্বাহী, ফ্যাকাল্টি সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি