ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংক ও হজ্জ এজেন্সীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

হজ্জযাত্রীদের হজ্জকালীন সময়ে সর্বপ্রকার ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ২৫ ফেব্রুয়ারী রাজধানীর একটি হোটেলে হজ্জ এজেন্সীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তউহীদ উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সীজ অব বাংলাদেশ (হাব)- এর সভাপতি আব্দুস ছোবহান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সীজ অব বাংলাদেশ (হাব)- এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী।

এছাড়াও অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মোঃ সিরাজুল হক সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও হাব এর সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হজ্জ এজেন্সীর মালিকগণ হজ্জযাত্রীদের ব্যাংকিং সেবা সহজীকরণের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি