ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সৌদি আরবের আপত্তি সত্ত্বেও নাইন ইলেভেন বিল পাশ

প্রকাশিত : ১৫:০৬, ১৮ মে ২০১৬ | আপডেট: ১৫:০৬, ১৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

সৌদি আরবের আপত্তি সত্ত্বেও মার্কিন সিনেটে নাইন ইলেভেন বিল পাশ হয়েছে। আইনের বিরোধীতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। নতুন আইন অনুযায়ি, নিহতদের পরিবারের সদস্যরা সৌদি আরবের সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে। বিলটি এখন কংগ্রেসের ভোটাভুটির জন্য পাঠানো হবে। ২০০১ সালে নাইন ইলেভেনের হামলায় বিমান অপহরণকারীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে এসেছিল সৌদি আরব থেকে। অভিযোগ রয়েছে, হামলাকারীদের সাথে সৌদি সরকারের সংশ্লিষ্টতা ছিল। যদিও সৌদি আরব বারবার এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে এসেছে। আইনটি পাশ হলে যুক্তরাষ্ট্রে সৌদি সরকার তাদের বিনিয়োগ তুলে নিতে পারে বলে হুঁশিয়ারি দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি