ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

সৌদিতে সামরিক বিমান বিধ্বস্ত, সব ক্রু নিহত

প্রকাশিত : ১১:৫০, ১৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সৌদির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্রুদের সবাই নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এদুর্ঘটনা ঘটে। খবর আল অ্যারাবিয়া।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র মঙ্গলবার জানিয়েছে, সৌদি রয়্যাল এয়ার ফোর্স জেট হক উত্তরপশ্চিম অঞ্চলে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়। সোমবার দুপুর ১২টার দিকে হওয়া ওই দুর্ঘটনায় ক্রুদের সকলে নিহত হয়।
তবে বিমানটিতে কতজন ক্রু ছিলেন তা খবরে বলা হয়নি।

সূত্র জানায়, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি