ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

স্কট পার্কারের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৪৮, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৫২, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পুরো নাম স্কট পার্কার। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। মাঝ মাঠে পায়ের কারুকাজ দেখাতে পারদর্শী পার্কার টো ট্যাকলিং সেন্ট্রাল মিডফিল্ডার’ হিসেবেও বেশ পরিচিত। এই ইংলিশ মিডফিল্ডারের জন্ম ১৩ই অক্টোবর ১৯৮০ সালে। ছোটবেলায় পড়াশোনায় মনোযোগী পার্কার খেলধুলায়ও বেশ পারদর্শী ছিলেন। বেশি সাচ্ছন্দ বোধ করতেন ফুটবল খলতে। স্কুল ফুটবলে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে সহপাঠিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ক্লাব ক্যারিয়ার শুরু করেন চার্লটন অ্যাথলেটিকের একাডেমি দলে। মাত্র দুই মাস পরেই এই ক্লাবের হয়েই পেশাদার ক্যারিয়ার শুরু করেন পার্কার। চার্লটন অ্যাথলেটিকে খেলেন ২০০৪ সাল পর্যন্ত। মাঝে এক মৌসুম ধারে খেলেন নরউইচ সিটির হয়ে। এরপর ২০০৪ সালে রেকর্ড পারিশ্রমিকে নাম লেখান ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসিতে। তবে অল-ব্লুজদের সঙ্গে বেশিদিন থাকা হয়নি তার। ম্যাচে খুব একটা সুযোগ না পাওয়ায় এক মৌসুম খেলেই চলে যান নিউক্যাসল ইউনাইটেডে। খেলেন ২০০৭ সাল পর্যন্ত। নিউক্যাসলের সঙ্গে চুক্তি শেষে নাম লেখান আরেক ইংলিশ ক্লাব ওয়েস্টহাম ইউনাইটেডে। এই ক্লাবেও খেলেন লম্বা সময়। ২০১১ সাল পর্যন্ত ১১৩ ম্যাচ খেলে চলে আসেন টটেনহাম হটসপারে। সবশেষ ২০১৩ সালে পার্কার নাম লেখান ফুলহামে। এখনো এই ক্লাবের জার্সিতেই খেলছেন এই ইংলিশ মিডফিল্ডার। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন পার্কার। বয়সভিত্তিক দলে সাফল্য দেখিয়ে ২০০৩ সালে সুযোগ পান ইংল্যান্ড জাতীয় দলে। ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছেন স্কট পার্কার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি