ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

স্কুলে সিনেমা দেখাতে চায় সংসদীয় কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ১১:১৩, ১৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

দেশীয় চলচ্চিত্রের প্রতি দর্শক আকৃষ্ট করতে স্কুলশিক্ষার্থীদের সিনেমা দেখাতে চায় সংসদীয় কমিটি। স্কুলগুলোতে মাসে একদিন চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচি চালুর বিষয়ে সুপারিশের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে স্থায়ী কমিটিতে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্ব বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি, সাইমুম সরওয়ার কমল ও সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) অংশ নেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অতীতের মতো চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাসে একদিন চলচ্চিত্র দেখানোর ওপর বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমলকে উপ-কমিটি আহ্বায়ক করা হয়েছে। বাকি দুই সদস্যের নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

বৈঠকে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের বিষয়ে সম্প্রতি চলচ্চিত্র কলাকুশলী, শিল্পী, প্রযোজক ও পরিবেশকদের মাঝে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে, সে বিষয়ে স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করে। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের নীতিমালা যুগোপযোগী করে প্রণয়নের সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ বেতারে নতুন পদ কাঠামো তৈরি করে কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনের উদ্যোগ নেওয়ার সুপারিশও করা হয়।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি