ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

স্টর্মি ডেনিয়েলের পথ এখানেই শেষ নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

এটা আশ্চর্যের কোন বিষয় নয় যে, ক্যালিফোর্নিয়ার এক কেন্দ্রীয় বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে পর্নো অভিনেত্রেঈ স্টেফানি ক্লিফোর্ডের দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন এবং তাকে (মামলা দায়েরের) আইনী ফী জমা দিতে বলেছেন। তবে এই আদেশে ট্রাম্প দলের উল্লাস ‘পুরোপুরি বিজয়’-এ অবশ্যই ক্লিফোর্ড যিনি স্টর্মি ডেনিয়েল নামে বেশি পরিচিত এবং তার আইনজীবী মাইকেল এভেনাট্টিকে দংশন করবে।

এটা শক্ত কোন মামলা ছিলো না। মানমানির মামলা জয় করা খুবই কঠিন বিশেষ করে ডেনিয়েলের মতো ‘পাবলিক ফিগার’ এর জন্য। আমাদের আইনী অবকাঠামো বাক স্বাধীনতায় বিশ্বাস করে যেখানে আমজনতা একটি স্বচ্ছ, খোলামেলা এবং শিক্ষিত সমাজ গঠন করবে।

(সংবিধানের) প্রথম সংশোধনীর সময় প্রতিষ্ঠাতারা তাদের বিবেচনায় যা রেখেছিলেন পর্নো তারকাদের দিকে কাঁদা ছুড়ে দেওয়া তা ছিলো না কিন্তু সবকিছু বাদ দিয়ে আমরা এখন এখানেই এসে পৌছেছি। খোদা আমেরিকাকে রক্ষা করুক।

অন্ধ বিচারের যে নগ্ন প্রদর্শনের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে রক্ষা করা হলো তা প্রথম সংশোধনীর একই নীতি থেকে এসেছে যা মানহানি এবং লিবেল আইনকে দাবিয়ে রাখে যা তিনি (ডোনাল্ড ট্রাম্প) নতুন করে লিখেছেন নিজেকে সমালোচনার হাত থেকে রক্ষা করার জন্য। মামলায় জেতার পর সে হয়তো তার সেই অবস্থানই চিন্তা করছে।

আর অন্যদিকে ক্লিফোর্ড এবং এভেনাট্টি অন্য কোথাও চলে যাচ্ছে না; প্রেসিডেন্টের সাথে ক্লিফোর্ডের সম্পর্ক নিয়ে বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা এভেনাট্টি করে রেখেছেন। এমন ‘সেটব্যাক’ আইনজীবীরা আগে দেখেনি।

ট্রাম্প এবং তার আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে চলমান থাকা মামলা, প্রেসিডেন্টের কলংকজনক ‘ফিক্সার’, নন ডিসক্লোসার এগ্রিমেন্টের নামে ‘হাশ মানি এগ্রিমেন্ট’ এর সাথে তার যোগাযোগ যার মাধ্যমে নির্বাচনের আগে ডেনিয়েলের মুখ বন্ধ রাখা হয়েছে এগুলো এভেনাট্টি তুলে ধরতে সক্ষম হয়েছেন।

আর ডেনিয়েলের এই মামলা খারিজের পর এভেনাটি তার লক্ষ্যের দিকে আরও এগিয়ে গেলেন; যার জন্য সে মরণপণ কাজ করে যাচ্ছেন। বড় প্রেক্ষাপটের সাথে তুলনা করলে এই ‘পরাজয়’ ক্লিফোরড এবং এভেনাট্টির জন্য রাডার পর্দায় এক ‘ব্লিপ’ এর মত।

স্টর্মি ডেনিয়েল আমেরিয়কার হৃদয় জয় করেছেন (অথবা অন্তত আমার) যখন সে প্রথমবারের মতো জাতীয় মঞ্চে এলে জিমি কিমেল এর শো এর মাধ্যমে আর আমাদেরকে দুই একটি বিষয়ে শেখালেন পর্নো ইন্ডাস্ট্রির নারীদের বিষয়ে যা আমরা আগে অন্যভাবে ধারণ করতাম- তাদেরকে খাটো করে দেখবেন না। এটি স্টর্মির পথের সমাপ্তি নয়।

*সিএনএন এর জন্য মার্কিন আইনজীবী ক্যারোলিন পলিসির লেখা উপ সম্পাদকীয় অবলম্বনে অনুদিত এবং সম্পাদিত।

//এস এইচ এস// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি