ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

স্টিল মিলের জেনারেটর বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৪, ৯ মে ২০২২ | আপডেট: ১১:০৩, ৯ মে ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় ফ্রেস স্টিল মিলের জেনারেটর সার্ভিসিং করার সময় হঠাৎ বিষ্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মোঃ নাজমুল (২৭), মোঃ শামীম (৩২) ও বাশার (২৮)। এদের মধ্যে শামিম ও নাজমুলের বাড়ি আড়াইহাজারে এবং বাশারের বাড়ি কুমিল্লায়।

মিলের সুপারভাইজার মো. সুমন মিয়া জানান, দগ্ধরা ওই মিলেরই শ্রমিক। জেনারেটর সার্ভিসিং করার সময় বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন। তাদেরকে বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, দগ্ধ তিনজনের অবস্থা আশংকাজনক। 

শামিমের শরীরের ৪৫ শতাংশ, নাজমুলের ৬১ শতাংশ ও বাশারের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি