ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

স্পেন উপকূল থেকে ৮০০ শরণার্থী উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিতে যাওয়া ৮০০ শরণার্থীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। গত শনিবার দেশটির তিনটি উদ্ধারকারী নৌকায় করে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের অধিকাংশকে উত্তর আফ্রিকার উপকূল থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া বাকিদের আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় শহর ক্যানারি দ্বীপ থেকে উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, গত কয়েক মাস ধরেই স্পেন শরণার্থীদের জন্য খুব জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত স্পেনে ৩ হাজার ৩২৬ জন শরণার্থী প্রবেশ করে। চলতির বছরের এখন পর্যন্ত দেশটিতে ৪ হাজার ৬২৭ শরণার্থী আশ্রয় নিয়েছেন। শুধু চলতি সপ্তাহেই দেশটিতে ২ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।

ইতালির সদ্য সমাপ্ত নির্বাচনে পপুলিস্ট পার্টি সরকার গঠনের পরই দেশটি শরণার্থীদের জন্য খুলে দেওয়া দরজা বন্ধ করে দিয়েছে। এই চাপ গিয়ে পড়েছে স্পেনে।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি