ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

স্বপ্নপূরণে চাকরি ছাড়লেই এক লাখ ডলার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ২৮ আগস্ট ২০১৯

অনেকেরই স্বপ্ন থাকে নতুন কিছু একটা করার। ক’জনই বা পারেন তার স্বপ্নের কাছাকাছি যেতে। তাই রোজগারের তাগিদে স্বপ্নকে পাশে সরিয়ে কোন একটা কাজে লেগে পড়েন। এরকম স্বপ্নবাজদেরকে এক লাখ ডলারের একটি অফার দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা।

ক্যালিফোর্নিয়ার ওই সংস্থা একটি পোশাকের কোম্পানি। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে, এই সংস্থায় যে কর্মীর কাজ করতে ভাল লাগছে না, নিজের স্বপ্নের কোন কাজ করতে চান, কিন্তু আর্থিক সামর্থ্য নেই, তাকে স্বপ্নপূরণের জন্য এক লাখ ডলার দেওয়া হবে। তবে তাকে সংস্থার কাজটি ছেড়ে দিতে হবে।

তবে শুধু কাজ ছেড়ে দিলেই এক লাখ ডলার পাওয়া যাবে না। তার আগে আবেদন করতে হবে এবং যে কাজের স্বপ্ন দেখছেন তা নিয়ে ৩০ থেকে ১৮০ সেকেন্ডের একটি ভিডিও জমা দিতে হবে। সেই ভিডিওতে দেখাতে হবে স্বপ্নপূরণের জন্য কী কী করতে চান এবং সেই স্বপ্নপূরণের উদ্দেশ্যে এখন পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছেন।

বিচারকদের একটি প্যানেল আবেদনকারীদের ভিডিও দেখে সিদ্ধান্ত নেবে ওই টাকা দেওয়ার ব্যাপারে। তবে একজনকেই দেওয়া হবে ওই টাকা।

আগ্রহীকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে এবং ১৭ অক্টোবরের মধ্যে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ীকে কিন্তু একসঙ্গেই এক লাখ ডলার দেয়া হবে না। ২৫ হাজার ডলার করে চার ভাগে দেওয়া হবে।

এএইচ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি