ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

স্বর্ণ চোরাচালান মামলায় ১জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত : ১৫:৫১, ১৭ মে ২০১৬ | আপডেট: ১৫:৫১, ১৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় আবদুস শুক্কুর নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার মহানগর দায়রা জজ মো. শাহে নূর আলমের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুস শুক্কুরের বাড়ি ফটিকছড়িতে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২২ এপ্রিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা আবদুস শুক্কুর ৪০টি স্বর্ণের বারসহ শুল্ক গোয়েন্দাদের হাতে আটক হন। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা করা হয়। ওই বছর ১৪ জুন চার্জশিট দেয়া হলে ১৩ অক্টোবর চার্জ গঠন করা হয়। ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি