ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

স্বল্প আয়ের মানুষের জন্যে সরকার আবাসনের ব্যবস্থা করছে: মোশাররফ হোসেন

প্রকাশিত : ১৮:৩১, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩১, ৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

স্বল্প আয়ের মানুষের জন্যে সরকার আবাসনের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামে রিহ্যাবের চারদিন ব্যাপী আবাসন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, ব্যাংকে সুদের হার কমানো এবং প্রবাসীদের জন্য ব্যাংক ঋণ চালু করায় আবাসন শিল্পে আশার আলো সৃষ্টি হয়েছে। এসময় সিডিএ চেয়্যারম্যান আবদুচ ছালাম ও রিহ্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় ৭২টি প্রতিষ্ঠানের ৯০টি স্টল রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি