ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

স্বাধীনতা দিবসে যোগ দিতে দেশে ফিরছেন হারিরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

স্বাধীনতা দিবসে যোগ দিতে বুধবারের মধ্যেই ফ্রান্স থেকে দেশে ফিরছেন লেবাননের  প্রধানমন্ত্রী সাদ-হারিরি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে সাক্ষাতের পর হারিরি এমন সিদ্ধান নেন।

ম্যাঁক্রোর সঙ্গে বৈঠক শেষে হারিরি দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া লেবাননের বর্তমান সঙ্কট মোকাবেলায় ফ্রান্স মধ্যস্ততা করবে, এমন আশ্বাসে তিনি দেশে ফেরার আশা ব্যক্ত করেন।

হারিরি বলেন, স্বাধীনতা উৎসবে অংশ নিতে আমি বৈরুতে ফিরে যাব এবং সেখানেই আমার পদত্যাগসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরবো।

এর আগে, আকস্মিক সফরে রিয়াদে  এসে গত ৪ নভেম্বর টেলিভিশনে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন হারিরি। তার পদত্যাগের ঘোষণাতে অকস্মাৎ লেবাননের রাজনীতিতে অস্থিতিশীলতা দেখা দেয়।

হারিরির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট মাইকেল আওন ও সংসদের স্পিকার নাবিহ বেরি। আওন তার ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে বলেন, হারিরি প্যারিসে পৌছে আমাকে ফোন দেন এবং আগামি বুধবারের মধ্যে দেশে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: আল-জাজিরা

এমজে/এআর

   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি