ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

স্বাধীনতা বিরোধীদের মদদে হামলা করছে দেশীয় জঙ্গিরাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭:৩৬, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৩৬, ২৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

স্বাধীনতা বিরোধীদের মদদে দেশীয় জঙ্গিরা বিভিন্ন স্থানে হামলা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে বাংলাদেশ ফিল্ম ডেভেলাপমেন্ট করপোরেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, একটি অশুভ গোষ্ঠী শুরু থেকে বাংলাদেশের বিরোধীতা করে আসছে। দেশকে অস্থিতিশীল করতে তারাই জঙ্গিদের বিভিন্নভাবে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ঠ রয়েছে। সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে এসব সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি