ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

স্মার্ট ট্রেন আনছে চীন, সুফল পাবে বাংলাদেশও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ১৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ২২:৫৩, ১৮ অক্টোবর ২০১৮

এশিয়ার দেশ চীন তাদের ট্রেনগুলো স্মার্ট ইন্টারকন্টিনেন্টাল হাই স্পিডে উন্নয়ন করছে। যা বিশ্বের বিভিন্ন দেশের রেল ট্র্যাকগুলো স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে পারবে। সেইসঙ্গে ট্রেনের গতি এতো বেশি থাকবে যে, অন্যান্য দেশগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে দেবে।

এতে করে চীনের ট্রেন আন্তর্জাতিক পরিবহন বা সহজে মালামাল বহনের মাধ্যমে বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আমদানি-রফতানিতে খরচও কমবে অনেক।

দেশটির প্রধান ট্রেন ইঞ্জিনিয়ার গু ইয়াও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, ট্রেনগুলো স্মার্ট ইন্টারকন্টিনেন্টাল হাইস্পিডে উন্নয়ন করে ২০২০ সালের মধ্যেই উদ্বোধন করা হবে। যা বিশ্বের অন্যান্য দেশের রেলপথের সঙ্গে সহজেই সমন্বয় করতে পারবে। এতে করে চীনের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পাবে অনেক দেশের। চলাচলেও কমে আসবে অনেক দূরত্ব।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি