ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

স্লোবোদান রাজভিকের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

স্লোবোদান রাজভিক সার্বিয়ান পেশাদার ফুটবলার। বর্তমানে খেলছেন পালের্মো ক্লাবে। অল্প সময়ে ফুটবলে দারুন নৈপূন্য দেখিয়ে নজর কেড়েছেন দর্শকদের মনে। ১৯৮৯ সালের আজকের এই দিনে সার্বিয়ানের বেলগ্রেড শহরে জন্মগ্রহন করেন এই ডিফেন্ডার। পুরো নাম স্লোবোদান রাজভিক। তবে, সবার কাছে রাজভিক নামেই বেশি পরিচিত এই সার্বিয়ান ফুটবলার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিল তাঁর। আর স্বপ্ন পূরনের লক্ষ্যে ১৫ বছর বয়সে যোগ দেন ওএফকে বিগ্রাড ক্লাবে। খেলেন ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত। এরপর ২০০৭ সালে নতুন করে চুক্তিবদ্ধ হন চেলসি ক্লাবে। মাঝে চেলসি ক্লাব থেকে লোনে খেলেন পিএসভি, টোয়েন্টি ও ভাইটেস ক্লাবে। রাজভিক ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০১১ সালে নতুন করে মাঠে নামেন হামবুর্গ এসভি ক্লাবে। খেলেন ২০১৫ সাল পর্যন্ত।  এছাড়া, খেলেছেন এসভি ড্রামস্টাড ৯৮ ক্লাবের হয়ে। আর বর্তমানে খেলছেন পালের্মো ক্লাবে হয়ে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও মাঠ মাতিয়েছেন রাজভিক। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেন সার্বিয়া অনুর্ধ্ব-২১ দলে। আর ২০০৮ সালে মাঠে নামেন সার্বিয়ার জাতীয় ফুটবল দলে। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন ১৯টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি