ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সড়ক দুর্ঘটনায় ইউএনও আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফরিদপুর জেলার সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হাসানবুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জিয়াকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত মোবাশ্বের হাসানকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরে সেখান থেকে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনিক সভায় যোগ দিতে সালথা থেকে ফরিদপুরে যাচ্ছিলেন মোবাশ্বের হাসান। তাকে বহনকারী সরকারী জীপ গাড়িটি পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তিনিসহ তার গাড়ির চালক হাসমত আহত হন।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি