ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী জবরুল ইসলাম মান্না (১৬) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাদারখাল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়।

পরে তাকে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে খলাছড়া ইউপির ডিগ্রী গ্রামের মৃত বাবুল আহমদের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরে মান্না ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি