ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

হংকংয়ে বহাল থাকবে ‘এক দেশ, দুই নীতি’: শি জিনপিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১ জুলাই ২০২২

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হংকংয়ের ‘এক দেশ, দুই নীতি’ শাসনের সূত্র পরিবর্তনের কোনো কারণ নেই বলে জানিয়েছেন। তার উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে হস্তান্তরের ২৫ বছর পালন করছে হংকং।

বিশ্ব বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত হংকংয়ের নতুন নেতা জন লি শুক্রবার শপথগ্রহণের পর শি জিনপিং এ কথা জানান। খবর রয়টার্সের।

বিবিসির খবরে বলা হয়, এ উদযাপন উপলক্ষে ২০২০ সালের পর থেকে চীনের মূল ভূখণ্ডের বাইরে এ প্রথম সফরে গেলেন জিনপিং।

প্রতি বছরের ১ জুলাই হস্তান্তর দিবস উদযাপন করে হংকং। ১৯৯৭ সালের এদিন ব্রিটেনের কাছ থেকে চীনের অধীনে আসে শহরটি।

হস্তান্তর চুক্তি অনুযায়ী, চীন রাজি হয়েছে যে, এ শহর হস্তান্তরের পর থেকে ৫০ বছর ‘উচ্চ মাত্রার স্বায়ত্তশাসন’ ভোগ করবে এবং কিছুটা স্বাধীনতা বজায় থাকবে। কিন্তু ২৫ বছর পর, এ শহরের ওপর বেইজিংয়ের নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়ছে। এ জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাজ্যের অভিযোগ, বেইজিং তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছে। অন্য বছর এ বর্ষপূর্তিতে বিক্ষোভ অনুষ্ঠিত হতো। কিন্তু ২০২০ সালে নিরাপত্তা আইন চালুর পর মুক্তমতকে দমিয়ে দিয়েছে।

শি জিনপিং বলেছেন, “নিরাপত্তা আইনটি হংকংয়ের বাসিন্দাদের ‘গণতান্ত্রিক অধিকারের’ জন্য উপকারী এবং ‘এক দেশ, দুই নীতি’ ফর্মুলা বহাল থাকবে।”

“এ ধরনের ভালো পদ্ধতির জন্য, এটি পরিবর্তন করার কোনো কারণ নেই। এটি দীর্ঘমেয়াদে বজায় রাখতে হবে,” যোগ করেন চীনা প্রেসিডেন্ট।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি