ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২৫টি সোনার বার সহ আটক ১

প্রকাশিত : ১০:১২, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:১২, ২৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২৫টি সোনার বার সহ আতাউল নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর থেকে আগত আতাউলের দেহ তল্লাশি করে প্রায় ২৩ কেজি ওজনের ২২৫টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, শুল্ক কর্মকর্তাদের ফাঁকি দিয়ে হুইলচেয়ারে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন মজিদ। সন্দেহ হলে তার দেহ তল্লাসি করে কোমরে বিশেষভাবে তৈরী বেল্টের ভেতর থেকে সোনার বার উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি