ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

হলি আর্টিজান রেস্তোরায় নিহতদের স্মরন করলো জাতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৮, ১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ফুলেল শ্রদ্ধায় হলি আর্টিজান রেস্তোরায় নিহতদের স্মরন করলো জাতি। প্রথম বর্ষপূর্তিতে গুলশানে  নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রদূত, স্বজনসহ বিভিন্ন সংগঠন। জঙ্গিবাদ মোকাবেলায় আইনশৃংখলা বাহিনী সঠিক পথেই এগুচ্ছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে জঙ্গি দমনে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
দেশের ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর এই জঙ্গি হামলায় নিতদের স্বরণে সকাল থেকেই সেখানে আসতে থাকেন বিদেশী দূতাবাস কর্মকর্তা, স্বজনহারা, রাজনৈতিক নেতাসহ সর্বোস্তরের মানুষ। ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সবাই।
বাংলাদেশ জঙ্গিদের দেশ নয় বলে মনে করেন তারা। বলেন, আদর্শিক লড়াই পারে এদেশথেকে জঙ্গিবাদ উপড়ে ফেলতে।
শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের কঠোর পদক্ষেপের ফলে জঙ্গিরা এখন অনেকটাই দূর্বল হয়ে পড়েছে।
তবে সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করতে চায় বলে অভিযোগ করেছেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী ।
যেকোন জঙ্গি হামলা রুখে দিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানালেন, অতিরিক্ত আইজিপি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি