ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

হলিক্রস কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির তালিকা প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর হলিক্রস কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার সকালে এ তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন বিভাগেই আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতার নিরিখে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলো। বিজ্ঞান বিভাগে ৭৬০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১০ জন ও মানবিক বিভাগে ২৬০ জন ভর্তি হতে পারবেন। সিলেক্টেট শিক্ষার্থীদের কেউ ভর্তি না হলে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমানরা ভর্তির সুযোগ পাবেন। তালিকা কলেজের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.hccbd.com)পাওয়া যাচ্ছে। এছাড়া  http://hccbd.com/?page_id=51 অথবা http://hccbd.com/?page_id=41 লিংকে প্রবেশ করেও পূর্ণাঙ্গ তালিকা দেখা যাবে। নির্বাচিত শিক্ষার্থীরা ওয়েবসাইটে ঢুকে পারমিট স্লিপ নিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
প্রসঙ্গত ১৭ মে ভর্তির জন্য আবেদন ফরম বিতরণ করা হয়। ১৮ মে আবেদন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি