ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

হাজিরা দিতে লন্ডন থেকে ইসলামাবাদে নওয়াজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে করা মামলা ৭ নভেম্বর পর্যন্ত মূলতবি রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যরা আদালতে হাজিরা দিতে যুক্তরাজ্য থেকে পাকিস্তানে পাড়ি জমান।

গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারিতে সাবেক পাক প্রধানমন্ত্রীর নাম উঠে আসায় পাকিস্তান সুপ্রীপ কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রীর অযোগ্য ঘোষণা করেন। এরপরই ক্ষমতা থেকে সড়ে দাঁড়ান তিনি।

নওয়াজ শরীফের আইনজীবী খাজা হারিস দ্য ডনকে জানান, আদালতে নওয়াজ শরীফ ৫০ লাখ টাকার মুচলেকা দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে তিনি আদালতে পৌঁছান।

এর আগে লন্ডন থেকে ইসলামাবাদে পৌঁছানোর আগে নওয়াজ শরীফ সাংবাদিকদের বলেন, স্ত্রীর ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপির আগেই আদালতের নির্দেশ মেনে দেশে ফিরতে হচ্ছে তাকে।

এমজে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি