ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

হাতাহাতির পর অনুশীলন ছাড়লেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ২৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:১৪, ২৯ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

পিএসজি ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে বার্সেলোনা থেকে কেড়ে নিতে চায়। যেটাকে বলা হচ্ছে শতাব্দী-সেরা দলবদল। নেইমার এখন কী করেন এই মুহূর্তে সব কিছুই বড় খবর। আর সময়ে তিনি অনুশীলনে হাতাহাতিতে জড়িয়েছেন পরে রেগে অনুশীলনই ছেড়ে গেছেন নেইমারবৃহস্পতিবার অনুশীলনে এমনটাই ঘটে।

এত গুঞ্জন-নাটকের মধ্যেও মুখে কিছু কুলুপ এঁটে ছিলেন। অনুশীলনে মেসি-সুয়ারেজদের সঙ্গে ছবিগুলোয় বেশ হাসিখুশিই দেখা গেছে নেইমারকে। মাঠের পারফরম্যান্স তো আরও উজ্জ্বল। ঝামেলায় জড়াল আগামীকাল ভোরে মায়ামিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হতে যাওয়া ম্যাচের আগ মুর্হুতের অনুশীলনে।

টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুশীলনে নেইমারের সঙ্গে হঠাৎই লেগে যায় সেমেদোর। পর্তুগিজ রাইটব্যাকের হাত উঠে যায় নেইমারের গলায়, শুরু হয় হাতাহাতি। রাগান্বিত নেইমার আর অনুশীলনেই থাকেননি। গায়ের বিবটা ছুড়ে ফেলেন, অনুশীলন ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় লাথি মারেন বলে।  

এদিকে ফ্রেঞ্চ পত্রিকা লেকিপও জানিয়েছে, নেইমারের সঙ্গে পিএসজির সব বোঝাপড়া শেষ। বছরে ৩০ মিলিয়ন ইউরো বেতনে ৫ বছরের চুক্তি হয়েই গেছে। প্যারিসের ক্লাবটি এখন বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসবে। খবর: রয়টার্স, স্পোর্ত, মার্কা। 

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি