ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

হাতিরঝিলে মুক্তমঞ্চ তৈরির কাজ চলতি বছরের মধ্যে শেষ হওয়ার আশা করছেন প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ১২:২৪, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:২৪, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীবাসীর বিনোদনে নতুন মাত্রা যোগ করতে হাতিরঝিলে তৈরি করা হচ্ছে অ্যাম্ফিথিয়েটার বা মুক্তমঞ্চ। এরিমধ্যে অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে কাজ শেষ হওয়ার আশা করছেন প্রকল্প কর্মকর্তা। রাজধানী ঢাকায়, একটু খোলামেলা পরিবেশে সময় কাটাতে অনেকেই ছুটে আসেন হাতিরঝিলে। প্রতিদিন বিকেলে, বিশেষ করে ছুটির দিনগুলোতে ঢল নামে মানুষের। হাতিরঝিলকে আরো আকর্ষণীয় করতে, ঝিলের পানিতে তৈরি করা হচ্ছে এই অ্যাম্পিথিয়েটার বা মুক্তমঞ্চ। যেখানে ৩টি ভাগে বিভক্ত দর্শক গ্যালারি থাকছে সামনের অংশে। প্রায় দেড় হাজার দর্শক একসঙ্গে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন এখানে। এরিমধ্যে মঞ্চের কাঠামো তৈরি হয়েছে, চলছে গ্যালারি নির্মাণের কাজ। সম্পূর্ণ কাজ শেষ হলে দূর থেকে দেখে মনে হবে মঞ্চটি পানিতে ভাসছে। রাজউকের উদ্যোগ ও সেনাবাহিনীর তদারকিতে মুক্তমঞ্চকে কেন্দ্র করে শিশুদের জন্য পার্ক ছাড়াও অন্যান্য উদ্যোগের কথা জানালেন প্রকল্প কর্মকর্তা। মুক্তমঞ্চ নির্মিত হলে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের পরিধি বাড়বে বলে মনে করে সাধারণ মানুষ। তবে, হাতিরঝিলের সৌন্দর্য ধরে রাখতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন প্রকল্প কর্মকর্তা।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি