ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক সেমিনার

হাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২০:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৩

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২২ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এর নবীন শিক্ষার্থীদের জন্য 'কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন' শীর্ষক তিন দিনব্যাপী সেমিনার সমাপ্ত হয়েছে। 

সমাপনী দিনে আজ বিজ্ঞান অনুষদ এবং সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের নবীন শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ৩টায় অডিটোরিয়াম-১ এ উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন, প্রক্টর ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক। 

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার পাশাপাশি তিনি অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশনে বক্তব্য প্রদান করেন। উপস্থাপনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্‌ মইনুর রহমান। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, মেধার স্বাক্ষর রেখে হাজার হাজার শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে তোমরা দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হাবিপ্রবিতে ভর্তি হয়েছো। এখন তোমাদের প্রচুর স্বাধীনতা রয়েছে, বাবা মায়ের সার্বক্ষণিক গাইডেন্স নেই। তাই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার ক্ষেত্রে তোমাদের নিজস্ব চিন্তা চেতনার প্রয়োগ ঘটাতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কো-ক্যারিকুলাম কার্যক্রম এর সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। 

ভালোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে অনেক খারাপ জিনিসও সামনে আসবে। ছাত্রজীবনে ভালো জিনিসগুলোকে গ্রহণ এবং খারাপগুলোকে বর্জন করতে হবে। লক্ষ্য স্থির করতে হবে, যার লক্ষ্য যত দৃঢ় হবে, সে তত সফল হবে।  

সেশনে অংশ নেওয়া নবীন শিক্ষার্থীরা বলেন, ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে এই সেমিনারে বিশ্ববিদ্যালয় আমাদের জন্য করণীয়-বর্জনীয় দিকগুলো তুলে ধরে আমাদের সচেতন করেছে। ভালোর মাধ্যমে আমাদের সবার যাত্রা শুরু হয়েছে। শেষটাও সবার ভালো হোক এটাই প্রত্যাশা থাকবে। 
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি