ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

হাবিপ্রবিতে ভুয়া এক ভর্তি পরিক্ষার্থীকে অর্থদণ্ড

প্রকাশিত : ২২:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২২:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০১৯

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তি হতে আসা এক ভুয়া শিক্ষার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) ঐ শিক্ষার্থীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. খালিদ হোসেন জানান, ‘জি’ ইউনিটে ভর্তি হতে আসেন গাজীপুরের বাসিন্দা মৃত মশিউর রহমানের পুত্র মো. রওনক ইসলাম (১৯)। ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ছবির সাথে চেহারার মিল না থাকায় তাকে আটক করা হয়।

তিনি জানান, পরে জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা স্বীকার করে ওই শিক্ষার্থী। পরে তাকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাথী দাস ঐ শিক্ষার্থীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বুধবার `এ` এবং `জি` ইউনিটের ভর্তি কার্যক্রম চলছে। আগামীকাল বি’ সি’ ডি’ ই’এফ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে।

কেআই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি