ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

হামলা পূর্ব পরিকল্পিত : ঢাবি শিক্ষক সমিতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৫:৩০, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গড়া আন্দোলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বাসভবনসহ বিশ্ববিদ্যালয় এলাকায় ভাংচুরের ঘটনাকে রাজনৈতিক মদদপুষ্ট হয়ে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন শিক্ষক সমিতি। সোমবার  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল।
তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে সরকারের একজন প্রতিনিধি স্বশরীরে এসে আন্দোলনকারীদের সঙ্গে বসবেন বলে আশ্বস্ত করেছেন। তার এই আশ্বাসের পরপরই একদল মুখোশধারী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভিসির বাসভবনে হামলা চালায়।
এ হামলাকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে রাজনৈতিক মদদপুষ্ট হয়ে বহিরাগতদের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে শিক্ষক সমিতির কর্মসূচির বিষয়ে মাকসুদ কামাল বলেন, অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি সব সদস্যদের অংশগ্রহণে মানবন্ধনের আয়োজন করা হবে। এছাড়া পরবর্তী করনীয় ঠিক করতে আজ বিকাল চারটায় শিক্ষক সমিতি বৈঠকে বসবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি