ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

হামলাকারীদের ছাড় দেওয়া হবে না : ঢাবি প্রক্টরের হুশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:৫৭, ৩ জুলাই ২০১৮

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কল ভবনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে প্রক্টরের সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, হামলাকারীদের চিহ্নিত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। হামলার সঙ্গে যারা জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। গোলাম রাব্বানি আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবাই সচেতন ভাবে কাজ করবো।

এদিকে কোটা আন্দোলনকালে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

টিআর/ এমজে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি