ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

হাসপাতালগুলোতে ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত : ১৪:৫৬, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৫৬, ৬ মার্চ ২০১৭

স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠকে সমঝোতা হওয়ায় সারাদেশের হাসপাতালগুলোতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বৈঠকে বগুড়া মেডিকেলের ৪ ইন্টার্ণ চিকিৎসকের শাস্তি প্রত্যাহার ও পুর্নবহালের ঘোষণার পর পরই সারাদেশে কাজে যোগ দেন ধর্মঘটকারীরা। এতে হাসপাতালগুলোতে অচলাবস্থার অবসান হলো। তুচ্ছ ঘটনার জের ধরে রোগীর স্বজনদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসরা। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে চার চিকিৎসককে বহিস্কারের আদেশ দেন স্বাস্থ্য বিভাগ। এরপরই গেল শুক্রবার থেকে কর্মবিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসকরা। পরদিন থেকে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও শুরু হয় ধর্মঘট। এতে অনেকটা ভেঙ্গে পড়ে চিকিৎসা সেবে। চরম দুর্ভোগে পড়েন রোগীরা। এমন পরিস্থিতিতে সোমবার ধানমন্ডির নিজ বাসায় চিকিৎসক নেতাদের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। ৪ চিকিৎসকের সাজা প্রত্যাহারের ঘোষনায় ধর্মঘটও প্রত্যাহার করা হয়। এরপরই দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কাজে যোগ দেন ইন্টার্ণ চিকিৎসকরা। ফিরে আসে স্বাভাতিক পরিস্থিতি। এর আগে ধর্মঘটের সমর্থনে বিভিন্ন হাসপাতালে মানববন্ধন ও সমাবেশ করেন ইন্টার্ন ডাক্তাররা। রাজধানীতে বারডেমের ইন্টার্ন চিকিৎসকরা শাহবাগে কর্মসূচি পালন করেন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি