ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

হাসপাতালের খরচ মেটাতে মেটলাইফ’র নতুন বিমা ”মেডিকেয়ার”

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১২ মার্চ ২০২০

মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি উদ্বোধন করলো নতুন বিমা পরিকল্প ”মেডিকেয়ার”। এই পরিকল্প বিমাগ্রহীতাকে হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ের খরচ বহন করতে সহায়তা করবে। 

বিমাকালীন পুরো মেয়াদজুড়ে অর্থাৎ ১০ থেকে ১২ বছরের মধ্যে মোট ৩৬০ দিন হাসপাতালে ভর্তিকালীন সময়ে প্রতিদিন সর্বোচ্চ ২০ হাজার টাকার বিমা সুবিধা মেডিকেয়ার প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে। হাসপাতালে বিনামূল্যে ভর্তি থাকলেও এই আর্থিক সুবিধা পাওয়া যাবে। 

বিমাগ্রহীতা তার মূল বিমা পলিসির অধিনে প্রয়োজনানুসারে স্বামী/স্ত্রী বা নির্ভরশীল সন্তানদের জন্য একাধিক মেডিকেয়ার পলিসি কিনতে পারবেন। ১৮ থেকে ৫৫ বছর বয়সী যে কোন মেটলাইফ বিমাগ্রাহক ভবিষ্যতে হাসপাতালের খরচ বহন করার জন্য কিনতে পারেন ''মেডিকেয়ার”।
 
মেডিকেয়ার-এর উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশ’র জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, ''চিকিৎসাজনিত সংকটময় মুহূর্তে হাসপাতালের খরচ মেটাতে অনেক সময় ব্যক্তি বা পরিবারকে অর্থ সংকটে পড়তে হয়। আমাদের নতুন বিমা পরিকল্প -মেডিকেয়ার সেই আর্থিক দুঃসময়ে সহযোগিতা প্রদানের লক্ষ্যে তৈরী করা হয়েছে।”

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি