ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

হাসিনাকে দেশে ফেরাতে সব ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকার সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব। আদালত একমাসের সময় দিয়েছে। এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যা ব্যবস্থা নেওয়া তা আমরা নেব।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। 

শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন কি না? সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা আনঅফিশিয়ালি জানতে পেরেছি তিনি দিল্লিতেই অবস্থান করছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি