হায়দ্রাবাদ টেস্টে ভারতের রানের পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে বাংলাদেশ
প্রকাশিত : ১৯:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭
ঐতিহাসিক হায়দ্রাবাদ টেস্টে ভারতের রানের পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে বাংলাদেশ । ওপেনার মুরালি বিজয় ও অধিনায়ক কোহলির সেঞ্চুরিতে দিন শেষে ৩ উইকেটে ৩৫৬ রান তুলেছে স্বাগতিকরা । ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পূর্ন করা কোহলি দিন শেষে অপরাজিত ১১১ রানে । তার সঙ্গী রাহানের সংগ্রহ ৪৫ রান । আর এক সেঞ্চুরিয়ান বিজয় করেন ১০৮ রান ।
ঐতিহাসিক টেস্টে দারুন শুরু করেছিল বাংলাদেশ । টসে হেরে বোরিং করতে নামা বাংলাদেশী পেইসার তাসকিন আহমেদ ইনিংসের চতুর্থ বলে লোকেশ রাহুলের উইকেট উপড়ে ফেলেন। আউট হবার আগে রাহুল করতে পেরেছিলেন ২ রান । কিন্তু এরপর সারাদিনের গল্পটা শুধুই ভারতীয় ব্যাটসম্যানদের । টাইগার বোলারদের নিয়ে রীতিমত রান উৎসবে মেতে উঠেছিলেন কোহলি, বিজয়রা ।
সাথে যোগ হয়েছিল বাংলাদেশি ফিল্ডারদের একাধিক মিস । ১৯ তম ওভারে নিশ্চিত রান আউটের হাত থেকে বেচে যান বিজয় । কামরুল ইসলাম রাব্বির থ্রো ধরতেই পারেন নি মেহেদি হাসান মিরাজ । নতুন জীবন পাওয়া বিজয় পুজারাকে নিয়ে ১৭৮ রানের জুটি গড়েন । দুই জনের এই অপ্রতিরোধ্য জুটি ভাঙ্গেন মেহেদি হাসান মিরাজ । ব্যক্তিগত ৮৩ রানে মিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন পুজারা । এই ডান হাতির ১৭৭ বলের ইনিংসে ৯টি চারের মার ছিল ।
পুজারা ফিরলেও সেঞ্চুরি থেকে বিরত রাখা যায়নি মুরালি বিজয়কে । বাংলাদেশি বোলারদের সাধারন মানে নামিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি । ১৬০ বলে ১০৮ রান করা বিজয়কে শেষ পর্যন্ত থামিয়েছেন তাইজুল ইসলাম । ১২টি চার ও ও একটি ছয়ের মার ছিল ভারতীয় এই ওপেনারের ইনিংসে ।
বিজয়ের বিদায়ের পর ভারতের রানের চাকাকে সচল রাখেন কোহলি । মাত্র ৭০ বলে পূর্ন করেন হাফ সেঞ্চুরি । আর নিজের ১৬ তম সেঞ্চুরি পূর্ন করতে খেলেন ১৩০ বল । দিন শেষে ১৪১ বল খেলে ১১১ রানে অপরাজিত কোহলির ইনিংসে ছিল ১২টি চারের মার । ৬০ বলের মোকাবেলায় ৭ চারে ৪৫ রানে দ্বিতীয় দিন শুরু করবেন আজিঙ্কা রাহানে ।
কোন বাহারি শট নয়, উইকেটে সেট হয়েও কপিবুক ক্রিকেটই খেললো ভারত। যার ফলে প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় দিনে ঘুড়ে দাড়াতে চায় টাইগাররা।
আরও পড়ুন