ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৪ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৪:০০, ৪ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ হিযবুত তাহরিরের এক সদস্যকে আটক করা হয়।

ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণের সময় প্রক্টরিয়াল বডির এক শিক্ষকের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। ওই শিক্ষার্থীর নাম অনিক খন্দকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। 

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি