ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স এর মধ্যে কেনটাকি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিত : ১৩:১৮, ১৮ মে ২০১৬ | আপডেট: ১৩:১৮, ১৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের ভোটাভুটিতে কেনটাকি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স এর মধ্যে। আর ওরেগন অঙ্গরাজ্যে ভোট শেষে গণনা শুরু হয়েছে। দুই প্রার্থীর মধ্যে লড়াই চললেও ডেলিগেট সমর্থনে স্যান্ডার্সের তুলনায় অনেক এগিয়ে আছেন হিলারি। তার ডেলিগেট সমর্থনের সংখ্যা দুই হাজার ২শ’ ৬৫ জন। চূড়ান্ত মনোনয়নের জন্য তার আরো ১১৮ ডেলিগেটের সমর্থন প্রয়োজন। স্যান্ডার্সের দরকার ৮শ’ ৮৫ ডেলিগেট। অপরদিকে রিপাবলিকান দলে শুধু ওরেগন অঙ্গরাজ্যে ভোট হয়েছে। আনুষ্ঠানিক ভাবে ভোটাভুটি হলেও রিপাবলিকান দলে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি